কী হবে নিখোঁজ শান্তিতে খুঁজে তার চেয়ে নিজেই যাই হারিয়ে
অলি গলি ঘর গেরস্থালি ফেলে সব সীমা ছাড়িয়ে
এ Concrete জঙ্গলে শিকার না হয়ে চলো যাই জঙ্গলে
চলো চলে যাই সেখানে যেখানে নিভৃতে সব নিঝুম
সবুজে সবুজে শালের দঙ্গলে ফুল ফোটার যেথা ধুম
চলো মামা পালিয়ে ( ৩ )
ও মামা রে ( ২ )
কে জিতবে ভোটে বাজেটে কী জোটে
শহরে এ ভীড়ে হিরে থেকে জিরে
না ভেবে
ও মামা রে ( ২ )
কী আফশোস কী আক্ষেপ
দিনরাত কী ফোঁসফোঁস
এটা হল না ওটা পেল না
কেউ সময়ে পটল তোলে না
কেউ ভালোবাসাতেও গলে না
কেউ ঠিক সেরকম কালো না
কেউ ঠিক সেরকম লালও না
কেউ সুবিধে বুঝে গোলাপী
কেউ সারাদিন কিছু খেলো না
কেউ রবিবার ভেবে জিলিপি
খায় খায় আর শুধু দাঁত দেখায়
এ ভালো লাগে না
( সত্যি ভালো লাগে না )
চলো মামা পালিয়ে ( ২ )
ও মামা রে ( ২ )
বিগ্রেডে বিক্ষোভে বি-গ্রেড নেতার ঘ্যানঘ্যান বুকনি
ডালহৌসিতে পচা ছানার সন্দেশ হাফ বয়েলড্ ঘুগ্ নি
ভিক্ টোরিয়াতে খাকি পোশাকে ছেলেধরাদের রাজ
প্রতি মাসে একবার একই contractor –এর একই রাস্তা সারাই কাজ
সস্তা shuttle-এ রোজ রোজ এই মধ্যবিত্ত ভীড়ে
কে যাবে আগে আগে কে যাবে নিজের বাড়ি ফিরে
ও মামা রে ( ২ )
কে জিতবে ভোটে বাজেটে কী জোটে
শহুরে এ ভীড়ে হিরে থেকে জিরে
না ভেবে
ও মামা রে ( ২ )
যায় ছুটে যায় এ পরান চায় লাল মাটির সরানে
সাঁঝের বেলায় শাঁখ বাজে
প্রদীপ জ্বালায় ধানের গোলায়
ঘোমটা পরা গেঁয়ো বউ
সাঁওতালি পাড়ায় চল মন মেশাই
মহুয়ার নেশায় মাদলের তালে মাতাল
চলো নাচি ভাদু ছৌ
না-হয় একদিন ভাঙলই ঘুম অচিন পাখির ডাকে
না-হয় একদিন ১০টা ৬টার কাজ রইল তোলা তাকে
না-হয় একদিন নিয়ম না দেখে জোনাক জ্বালা রাতে
খানিকটা সময় কাটিয়ে দিলাম একা চাঁদের সাথে
ও মামা রে ( ২ )
চলো মামা পালিয়ে ( ২ )
কেউ বদলায় না কেউ বদলায়
কেউ অতলের পথ বাতলায়
কেউ বিউলির ডাল সাতলায়
কারও লালা ঝরা জিভ হ্যাংলা
কারও কলেবর বুড়ো আংলা
কেউ জল ছাড়া খায় বাংলা
ও মামারে ( ২ )
চলো মামা পালিয়ে ( ২ )
Leave a Reply