বেতাল বেচাল এ দিনকাল
ভেবে ভেবে নাজেহাল
তবুও না ছেড়ে হাল
ভাবনা ভুলতে পারছি না
ক্লান্ত বিকেল ব্যস্ত সকাল
নিয়ম করে হচ্ছি নাকাল
সু-সময়টা সত্যি পাঁকাল
পিছল নাগাল পাচ্ছি না
বেতাল বেচাল এ দিনকাল ||
V . I . P Road যত্নে মোড়া
আমার গলির রাস্তা খোঁড়া
V. I. P Road যত্নে মোড়া
তোমার গলির রাস্তা খোঁড়া
জীবন নামক গোদের ওপর
ধর্মঘটের বিষফোঁড়া
Fashion ব়্যাশন কাঁকড় চাল
রাজনীতিতে নোংরা চাল
ধুলো ধোঁয়া এ জঞ্জাল
তবুও হাল ছাড়ছি না
বেতাল বেচাল এ দিনকাল
স্কুল কলেজ অফিস পাড়ায়
বন্ধু পেলাম হাতে গোনা
কেউ বা শুধুই বন্ধু হলো
কেউ বা আবার খুব সেয়ানা
টুকলু বুবাই প্রবাল বুবুন
গুপী ছেকু দোস্তি দারুণ
দোস্তি দুধের এ পেয়ালায়
ছোট্ট চোনা চোর বরুন
জ্যান্ত ভূতের ক্লান্ত স্লোগান
মানছি না আর মানব না তান
জ্যান্ত ভূতের ক্লান্ত স্লোগান
মিছিল জনগণের যোগান
এই আঁধারে আলোর বান
নিত্য-নতুন টাটকা গান
তাই তো এ হাল ছাড়ছি না
তাই তো এ হাল ছাড়ব না
বেতাল বেচাল এ দিনকাল
ঠিক বেঠিক বেঠিক ঠিক
ডান বাম বিভিন্ন দিক
বড্ড জ্বালায় যত্রতত্র
পান পরাগের নোংরা পিক্
রবিতে ছুটি সনিতে সুখ
শেষ হলেই আবার সোম
পথ অবরোধ ধার শোধবোধ
ইলেক্ শনের দুচারটে বোম্
এমনি করেই কাটবে দিন
নিত্য নতুন নাগপাশে
পুলিশে ধরবে নিরীহ গরু
হঠাৎ কখন মাসের শেষে
বাংলা মদের দোকানগুলোয়
মাসের শেষেও ভীড় বেশি
এদিন বদল করতে গেলে
বদলি হবেন লোকাল O.C
এত কিছু বদলায় আর দিনগুলো কি বদলাবে না
সুদিন আসার আশায় আছি ভাবনা ভুলতে পারছি না
বেতাল বেচাল এ দিনকাল
Leave a Reply