সুগন্ধি ধূপ —-চুপ
চুপ কেন ?
রেগে যাবে
মও কা পেলে
শাপ দেবে
বয়ে গেল
গা তবে—
সুগন্ধি ধূপ দিল চাল দিল কলা দিল
প্রসাদের থালা দিল চেটে পুটে খেলে গুরু কিছু পেলো না
তুমি যা জিনিস গুরু আমি জানি
আর কেউ জানে না |
ছুপে ছুপে কত রূপে তুমি এসে ধরা দাও
সে রূপের বাহার আমি জানি কেউ জানে না
তুমি যা জিনিস গুরু আমি জানি
আর কেউ জানে না |
এ শালারা চেল্লাবে কিছু পাবে না
কিছু পাবে না, কিছু পাবে না
চিল্লিয়ে গলা ফেটে যাবে তবু পাবে না
তুমি যা জিনিস গুরু—
দলবল নিয়ে এসে কিছু হবে না
কিছু হবে না, কিছু হবে না
কত মালই এল গেল
বাঁয়া খাতা চলে গেল
তোমার অতল তলে কূল পেল না
তুমি যা জিনিস গুরু আমি জানি আর কেউ জানে না
তুমি যা জিনিস গুরু সত্যি বলছি আমিও চিনি না |
Leave a Reply