হে শোনো খবর আজ কবর খোঁড়া বন্ধ আছে
তাই মরছি ভাই মরব না
লাশ হয়ে আর পচবো না
হে শোনো খবর আজ কবর খোড়া বন্ধ আছে |
হিমঘরে থরে থরে পড়ে থেকে লাভ নেই লোকশান
তার চেয়ে সজীব রোদেতে শানিয়ে ধারালো কর এ জান
সেই ধারে কাটি ধান কাটি পাপ
কাটি জিভ সব বিষধর সর্পদের
সব বিষধর সর্পদের
এ শোনো খবর—
এ শোনো খবর আজ ছন্দপতন বন্ধ আছে
তাই বেসুর গান গাইব না তাই বেতাল বেচাল চাইব না |
এ শোনো খবর—–
সুরহীন সব অসুর বংশ ধ্বংস করে দে আজ
ছন্দে ছন্দে ছলকিয়ে এসো ঝড়ের ঘোরেতে হানি বাজ
সেই বাজে পুড়ে যাক্ জ্বলে যাক্
টলে যাক সব অশুভর খানদান
সব অশুভর খানদান
সব অশুভর খানদান ||
এ শোনো খবর আজ কবর খোড়া বন্ধ আছে
এ শোনো খবর ভোরের বাতাসে আজ ঝড় উঠেছে
এ ঝড় ঝলমলতার চামচে না
তাই থামবে না আর থামছে না |
Leave a Reply