বাজল ছুটির ঘন্টা
হে হে মন ভেসে ভেসে
উড়ে যায় নিরুদ্দেশে
হে এ মন নিরুদ্দেশে উড়ে যায় ভেসে ভেসে
বাদলে মাদল বাজে
তা ধিন ধিন তা ধিন তা
বাজল ছুটির ঘন্টা |
ওলো লো লো মা মা তা লা লা
মাতিনি মামাইয়া মিতে
কেমন করে মনটা |
তাল সুপারি খেজুর সারি
ধানের ক্ষেত আর মাটির বাড়ি
আমের মুকুল শিমূল তুলো
কলকে ফুল আর রাঙা ধূলো
উতল করে মনটা—
বাজল ছুটির ঘন্টা |
জ্বলে আমার প্রাণটা |
আগুন রাঙা কৃষ্ণচূড়ায় মন রাঙিয়ে
ঘর ফেরা এক পাখির ঝাঁকে যাই হারিয়ে
ছুটির মেজাজে ছুটি দুহাত বাড়িয়ে ছুটি
ছুটি—
ছুটির মেজাজে ছুটি দুহাত বাড়িয়ে ছুটি
যাই হারিয়ে সব ছাড়িয়ে নেই রে কোনো চিন্তা ||
বাজল ছুটির ঘন্টা |
Leave a Reply