এক মুখ দাড়ি
দু হাতে গীটার
জিন্সের প্যান্ট
ছেয়েছে বাজার
আল্লারাখা কি
জাকির হোসেন
এখন বাজারে
বেগুন বেচেন
বেহালা উধাও
উধাও সেতার
বাংলা গানের
দিন নেই আর॥
কাঁদব না হাসব
একটু হাসি ?
বাজে না বাংলা গানে
বাশের বাঁশি
নেই ভাটিয়ালী
নেই তো ঝুমুর
বাংলা গানের সেই
মন কাড়া সুর
এখন শুধু
পপ্ মিউজিক
রক্ এন্ড রোল্
ঝিম্-চাক্-ঝিক্
কিডন্যাপ হয়ে গেছে
রবি ঠাকুর
দেশ থেকে চলে গেছে
সবই পাচার॥
সা রে গা মা-পা
না না না
নেই তো এখন
সেই ঘরানা
ইংরেজী নোটেশন্
ডো-রে-মা
অতুলপ্রসাদ
নেই নজরুল
রাম্বা-সাম্বায়
সব মশ্ গুল
বাংলার গান আজ
যেন, ঝরা ফুল
কি আর করা যাবে
আমরা নাচার॥
কানা-ছেলের নাম
পদ্মলোচন
লালন নেই তাই
লাগছে কেমন
জীবনমুখী গান
জীবন যমন
মাইকেল জ্যাক্ সন
মিস্ ম্যাডোনা
কারা যেন কেড়ে নিল
বাঙালিয়ানা
নেই ডুগি-তবলা,
হারমোনিয়াম
মুছে গেছে গান থেকে —
বাংলার নাম
গান গায়, শোনে না কেউ
পথ আর খোলা নেই
সহজে বাঁচার॥
*************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – কৌশিক
শিল্পী – অলক ভৌমিক
Leave a Reply