হাসি-গানে কত না জীবন্ত
এ-শহর প্রান্ত
কলকাতা প্রান্ত
তোলে প্রাণে ঝংকার॥
সময়ের সীমানায় তোমাকে বাঁধা কি যায়
হাজার বছর তুমি পেছনে ফেলে
পায়ে পায়ে কত পথ পেরিয়ে এলে
যুগ থেকে চলেছে যুগান্ত॥
কে বলে তোমাকে ওগো মৃত-নগরী
মিছিল শহর বলে, হে সুন্দরী
না না সে তো শুধু নয়
তুমি ইতিহাস সৃষ্টির ইতিকথা
কলকাতা কলকাতা কলকাতা
নামে কত যাদু অফুরন্ত॥
নিয়নের আলেয়ার তোমাকে চেনা না যায়
মানুষের মৃগয়ায় মানুষ কাঁদে
বাঁচার লড়াই নিয়ে প্রতিযোগিতা
জন্মের ঋণ শোধ দিয়ে
হাসি আর কান্নাক গল্পকথা
দিন থেকে চলেছো দিনান্ত॥
*************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী – ভূপেন হাজারিকা
Leave a Reply