স্বাগত ম্যান্ডেলা স্বাগত ম্যান্ডেলা
তোমাকে স্বাগত জানাতে আজকে
কলকাতা চঞ্চলা॥
সূর্যের নাম বদলে রেখেছি নেলসন ম্যান্ডেলা
ঝড়ে হাওয়াকে আমরা জেনেছি নেলসন ম্যান্ডেলা
“উম্ খোন্তো উই সিজোয়ে” শাণিত বর্শাফলা
রক্তকরবী কৃষ্ণচূড়ার দেশ আজ চঞ্চলা
স্বাগত ম্যান্ডেলা॥
কি নামে তোমাকে ডাক্ ব আমরা পিম্পার্নেল ফুল
দুরন্ত নদী’ অথবা সাগর সেও তো অপ্রতুল
নতজানু আজ তোমার কাছে পোল্ স মূর’ কারাগার
কালো আফ্রিকা, সারা বিশ্ব মুখরিত চারিধার
জীবনকে বাজী রেখে খেলেছো তে মৃত্যুর সাথে খেলা
স্বাগত ম্যান্ডেলা॥
কি নামে তোমাকে ডাকবো আমরা তোমার অনেক নাম
দেশ জাতি আর সময় পেরিয়ে মুক্তির সংগ্রাম
খোলা-আকাশের নীচে দাঁড়িয়েছো সাতাশ বছর পরে
আবার তুমি তো বন্দী হয়েছো মানুষের অন্তরে
তুমি আমাদের বড় গর্বের আদরের ম্যন্ডেলা
স্বাগত ম্যান্ডেলা॥
. *************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – হিল্লোল মণ্ডল
শিল্পী – রুমা গুহঠাকুরতার নেতৃত্তে ক্যালকাটা ইউথ কয়্যার।
১৮.১০.১৯৯০ তারিখের বেলা ৩-টের সময়ে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে নেলসন ম্যান্ডেলার সম্বর্ধনা
সভায় এই গানটি পরিবেশিত হয়। সভাপতি ছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।
Leave a Reply