একটু রক্ত দাও
একটু রক্ত দাও
শীর্ণ শিশু দু’হাতে ভিক্ষা চাইছে, রক্ত দাও
থ্যালাসেমিয়ায় কাঁদছে ছেলেটা
কান্না তার থামাও
শিশুর জীবন বাঁচাতে তোমরা একটু রক্ত দাও॥
অনেক রক্ত ঝরাও তোমরা এখানে-ওখানে-সেখানে
রক্তনদীর ধারা বয়ে চলে, বুঝিনা কি তার মানে ?
পৃথিবীর মাটি রক্তে ভিজিয়ে তোমরা কি সুখ পাও॥
বিনা কারণে লাল হয়ে ওঠে মাটি কেন বার বার
তবুও রক্ত পায় না শিশুরা বেঁচে থাকবে না আর
ফুল হয়ে আর ফুটে উঠবে না, তোমরা কি তাই চাও ?
একটু রক্ত দাও
শিশুর প্রাণ বাঁচাও
ফুলকে ফুট্ তে দাও
ফুলের প্রাণ বাঁচাও॥
. *************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – ভি. বালসারা
শিল্পী – অলক ভৌমিক
থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের কথা মনে রেখে
Leave a Reply