এসো আমরা তরী বেয়ে যাই
এসো, আমরা তরী বেয়ে যাই
যদি ঝড় ওঠে কভু দূর আকাশে
নামে আঁধার
তবু, আমরা নদী হব পার
তবু আমরা নদী হব পার॥
হে ভগবান হে ভগবান
তোমার সৃষ্টি এই বিশ্ব
আর, এই পৃথিবী এক ভাসমান তরী
মোরা, ছেঁড়া-পাল ভাঙা-হাল
এক সাথে ধরি
এক সাথে ধরি॥
দ্যাখো, সাদা কালো নাবিকেরা
নানা পরিধান
দ্যাখো নানা জাতি মিলে-মিশে
আজ এক প্রাণ
আমরা জানি একটাই দেশ
জানি, আছে এক আকাশ
আর পৃথিবীও তাই॥
. *************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
শিল্পী – ক্যালকাটা ইউথ কয়্যার, পরিচালনা রুমা গুহঠাকুরতা
১৯৮১ সাল। পল রবসনের “উই আর অন দ্য সেম বোট ব্রাদার” এর অনুসরণে।
Leave a Reply