মনে রেখ
লিখে রেখ
হৃদয়েতে এই নাম
কত সুর
কত গান
তোমাদের শোনালাম॥
কোনদিন কোনখানে
যদি শোন গান এই
মনো কোরো আমি আছি
তোমাদের মনেতেই
গানে গানে সুরে সুরে,
কত মন ভরালাম॥
তোমাদের অনুরোধে
কত গান গেয়েছি
মনুষের বুকভরা
ভালবাসা পেয়েছি
হিসাবের খাতা খুলে
দেখিনি তো কি পেলাম॥
. *************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – সলিল মিত্র
শিল্পী – বনশ্রী সেনগুপ্ত
Leave a Reply