কৃষ্ণকায়া আফ্রিকা মোর
কৃষ্ণকলি মা
কান্না-ভেজা দু’চোখ তোমার
ব্যথায় ভরা বুক
তোমায় দেখে মনে পড়ে আমার মায়ের মুখ॥
তোমার মেয়ে পলিন’
আমার “পারুল” বোনের নাম
কবি মোলায়েজ
আমার নজরুল ইসলাম
জীবন দিয়ে কেনে ওরা স্বাধীনতার সুখ॥
বৃষ্টিহারা আফ্রিকা
তুই কেনিয়াটার মা
বিশ্ব জুড়ে ম্যান্ডেলা
আর হাজার লুমুম্বা
বর্ণভেদের মেঘ সরিয়ে দেখায় আলোর মুখ
ইথিওপিয়ার ক্ষধার জ্বালা
কান্না হয়ে শেষে
কঙ্গো নদীর স্রোতের ধারায়
গঙ্গাতে আজ মেশে
প্রাণের সূতোয় গাঁথা মোদের দুঃখ এবং সুখ॥
*************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী – ভূপেন হাজারিকা
১৩৯৩ বঙ্গাব্দ। ইথিওপিয়ার খরার সময় রচিত।
Leave a Reply