আকাশে গুরু-গুরু
মেঘের কথা শুরু
এ মনে দুরু দুরু ভয়
বাতাস এলোমেলো
পাতারা ঝরে গেল
পাখিরা চোখ গেল কয়॥
নিঝুম চরাচরে
অঝোরে বারি ঝরে
এক্ লা আমি ঘরে তাই
হৃদয় হাত পাতে
তোমাকে এই রাতে
মনের আঙিনাতে চাই
তুমি তো দূরে দূরে
তবুও মন জুড়ে
রয়েছো, শুধু মনে হয়॥
কোথায় তুমি আজ
একলা আমি আজ
বিফলে যায় সাঁঝ যেন
বিরহী নিশিরাতে
মিলন রাখী হাতে
ছিঁড়েছে বেদনাতে কেন
তবে কি ভালবাসা
মিথ্যে কাছে আসা
প্রেম যে দিল পরাজয়॥
. *************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
Leave a Reply