আনন্দ আজ ধরে না আর
আজকে মা তোর বিয়ে
চোখের জলে ভিজিয়ে তোকে
দিলাম যে সাজিয়ে॥
আদর সোহাগ দিয়ে তোকে
তুলেছি যে গড়ে
আমায় ছেড়ে যাবি যে তুই
অন্য আর এক ঘরে
(তবু) বিদায় তোকে দিতে হবে
দু’চোখ ভিজিয়ে॥
এক মুঠো চাল দিলি যে শোধ
ঐ তো মায়ের ঋণ
ভাঙা বুকের মাঝখানেতে তুই
থাকবি চিরদিন
থাকিস সুখে সবাইকে তুই
আপন করে নিয়ে॥
. *************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – কল্যাণ সেন বরাট
শিল্পী – মাধুরী চট্টোপাধ্যায়
২০০১
Leave a Reply