এই তো এলে
এখনই প্রিয় যাবার কথা বোলো না
যে কথা বল্ বো বলে ভেবেছি মনে মনে
সে কথা তোমায় বলা হোল না
যাবার কথা বোলো না
না-না॥
বেশ তো ছিলাম আমি
আমারই একা
না-হয় হোত না আর
কোনও দিনও দেখা
মনের দরজা কেন দিলে গো খুলে
সে কথা বোঝা গোল না
যাবার কথা বোলো না॥
অনেক দিনের পরে
দেখা হোল যদি
দু’চোখে নামালে কেন
বেদনার নদী
আমাকে কাঁদিয়ে তুমিকি সুখ পেলে
সে কথা জানা হোল না
যাবার কথা বোলো না॥
. *************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী – হৈমন্তী শুক্লা
১৯৯২
Leave a Reply