এ কোন ভারতবর্ষে আমরা আছি
জীবন যেখানে মৃত্যুর কাছাকাছি
অন্ধকার অন্ধকার
আঁধারেই খেলি কানামাছি॥
দেশের পতাকা যারা আজ তুলে ধরে
দেশদ্রোহীর গুলিতেই তারা মরে
মীরজাফর জগৎ শেঠ
তোমাদের নিয়ে বেঁচে আছি॥
নতুন সূর্য ওঠে না আগামী ভোরে
মেয়েরা হয়তো রয়েছে দূরে সরে
যায় না রাত, আসে না দিন
তার পথ চেয়ে বসে আছি॥
. *************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
Leave a Reply