এই ভারতের শহরে নগরে গ্রামে
রক্তপিপাসু দানবের করাঘাত
ভয় কি বন্ধু, জীবনের সংগ্রামে
পঞ্চাস কোটি মিলিয়েছি হাতে হাত॥
পায়ে পায়ে আজ দুরন্ত পথ যদি
রক্তের বানে ভেসে যায় সব নদী
আমাদের চোখ রয়েছি প্রহরী হয়ে
মিছিলে মিছিলে গরজায় প্রতিবাদ॥
জীবনকে আজ দস্যুরা কেড়ে নেয়
কোটি কোটি প্রাণে জমে শুধু বিক্ষোভ
একসার হয়ে একতার গান গেয়ে
আমরা গড়েছি দুর্জয় প্রতিরোধ॥
সব রাস্তাই এক রাস্তায় মেশে
এই দুর্যোগে, স্বদেশ’ কে ভালবেসে
আমরা রয়েছি চোখের ইশারা হয়ে
শত্রুকে বুকে হানতেই পদাঘাত॥
. *************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
১৯৬২ সাল। চীনের ভারত আক্রমণের পরিপ্রেক্ষিতে রচিত
Leave a Reply