ভাল করে তুমি চেয়ে দ্যাখো
দ্যাখো তো চিনতে পারো কি না
আমার দু’চোখে চোখ রেখে দ্যাখো
বাজে কি বাজে না মনোবীণা ?
সোনালী বিকেলে গাছের ছায়ায়
মুখোমুখী বসে নীল সন্ধ্যায়
জীবনান্দ তুমি তো শোনাতে
ভেবে দ্যাখো মনে পড়ে কি-না ?
পটভূমিকায়, শহিদ মিনার
নাগরিক চাঁদ উঠেছে আবার
“বনলতা সেন” শোনাবে কে আর
এই আমি আজ তুমি হীনা॥
. *************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – ভূপেন হাজারিকা
শিল্পী – লতা মঙ্গেশকর
Leave a Reply