এই কি পৃথিবী সেই ?
যেথায় আশার আলো ছলনা করে
চোখের পাতায় কান্না যে শুধু ঝরে
তবু কি মমতা পৃথিবীর বুকে নেই ?
. এই কি পৃথিবী সেই ?
উপরে আলোর দুরন্ত শুদু খেলা
নিচে মানুষের হাহাকার সারাবেলা
অন্তবিহীন ব্যথা শুধু ছড়াতেই
. এই কি পৃথিবী সেই ?
বোঝনি কি তুমি নিজেকে কাঁদাও নিজে
আঁধার যে রয় প্রদীপ শিখার নিচে।
কতদিন আর শুধে যেতে হবে দেনা
প্রাণের মূল্যে জীবনের বেচা-কেনা
অশ্রু সাগরে দু’টি চোখ ভরাতেই
. এই কি পৃথিবী সেই ?
*************************
কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী -অপরেশ লাহিড়ী
Leave a Reply