সামনে পিছে
ডাইনে বামে
চলতি বাসে
কিংবা ট্রামে
এখানে যাও
সেখানে যাও
লাইন লাগাও
লাইন লাগাও॥
হাট-বাজারে
পথে-ঘাটে
হাসপাতালে
খেলার মাঠে
ঘরের থেকে
পা বাড়িয়ে
দেখবে আছে
লোক দাঁড়িয়ে।
রেলের গাড়ির
টিকিট কাটে
বায়স্কোপে
শ্মশানঘাটে
এ দিকে চাও
যে দিকে চাও
লাইন লাগাও
লাইন লাগাও॥
ছোট-বড়
আট বা আশি
মিষ্টি-মুখের
মুচ্কি হাসি
চলবে না আর
চলবে না আর
চলবে না আর।
সব খানেতে
লাইন আছে
লাইন রাখার
আইন আছে
চল্ তি পথে
সবার কাছে
আইন ভাঙার
“ফাইন” আছে
নিয়ম কানুন
নয় তো মিছে
আসলে পরে
সবার পিছে
পিছনে যাও
পিছনে যাও
পিছনে যাও॥
. *************************
কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – ভি. বালসারা | এটাই ভি. বালসারার জীবনের প্রথম সুর দেওয়া বাংলা গান |
শিল্পী -অপরেশ লাহিড়ী
১৯৫৫ সাল
Leave a Reply