তোমার আমার ঠিকানা
পদ্মা মেঘনা যমুনা
গঙ্গার স্রোত ধরে
পেয়েছি চলার নিশানা ||
কন্ঠের সুর কোনও মানে না ভাষা
হৃদয়ের ভাষাতেই মেটে পিপাসা
সাত মহাসাগরের উজানে ভেসে
আমরা যেখানে থামি —-সেই সীমানা ||
যেখানে কান্না আর রক্ত মেঘে
আঁধারের বাঁধ ভেঙে সূর্য ওঠে আকাশে আবার
সেখানে নিশানা আছে এগিয়ে যাবার |
যখন আখের স্বাদ নোনতা লাগে
লবঙ্গ বনে ঝড়ের হাওয়ারা জাগে
এক বুক ভালবাসা উজাড় করা
যেখানে ফসল ফলে প্রাণের সোনা ||
*************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – সুধীন দাশগুপ্ত
শিল্পী- রুমা গুহঠাকুরতার পরিচালনায়
ক্যালকাটা ইয়ুথ কয়্যার
Kuntal
“মেকং ভল্গা ঘুরে” লাইনটি missing – please correct it.
Bangla Library
পুরোটা দিলে বুঝতে সুবিধা হত।
দিব্যসুন্দর কুণ্ডু
তোমার আমার ঠিকানা
পদ্মা মেঘনা যমুনা
মেকং ভল্গা ঘুরে
গঙ্গার স্রোত ধরে
পেয়েছি চলার নিশানা ||
কন্ঠের সুর কোনও মানে না ভাষা
হৃদয়ের ভাষাতেই মেটে পিপাসা
সাত মহাসাগরের উজানে ভেসে
আমরা যেখানে থামি —-সেই সীমানা ||
যেখানে কান্না আর রক্ত মেঘে
আঁধারের বাঁধ ভেঙে সূর্য ওঠে আকাশে আবার
সেখানে নিশানা আছে এগিয়ে যাবার |
যখন আখের স্বাদ নোনতা লাগে
লবঙ্গ বনে ঝড়ের হাওয়ারা জাগে
এক বুক ভালবাসা উজাড় করা
যেখানে ফসল ফলে প্রাণের সোনা ||