গঙ্গা আমার মা
পদ্মা আমার মা
আমার, দুই চোখে দুই জলের ধারা
. মেঘনা, যমুনা ||
একই আকাশ একই বাতাস
একই হৃদয়ে একই তো শ্বাস
দোয়েল কোয়েল পাখির মুখে
. একই মূর্ছনা ||
আমি এ-পার ও-পার কোন্ পারে জানি না
ও আমি সবখানেতে আছি
শংখচিলের ভাসিয়ে ডানা দুই নদীতে নাচি |
একই আশা ভালবাসা
কান্না-হাসির একই ভাষা
দুঃখ-সুখের বুকের মাঝে
. একই যন্ত্রণা ||
*************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী- ভূপেন হাজারিকা
( বাংলাদেশের মুক্তি আন্দোলনের সমর্থনে রচিত )
Leave a Reply