এই পৃথিবীটা যে এক মস্ত বড়
বায়োস্কোপের এক বাক্স
চোখ রেখে দেখে যাও নানা দৃশ্য
লাগবে না কানাকড়ি ট্যাক্ সো ||
যার, হাত নেই তার নাম জগন্নাথ
সে-যে, রাতকেই দিন করে, দিনকেই রাত
মুখোশেতে মুখ ঢেকে
নিজেকে আড়ালে রেখে
কাজ করে যেন একা-এক্ শো ||
আহা, দিন নেই রাত নেই বাজার কালো
কিছু, চাইলেই নেই, তাই, না-চাওয়া ভালো
যেন ফুস্ মন্তরে
পাখা মেলে যায় উড়ে
জীবনকে নিয়ে করে মক্ সো ||
. *************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
শিল্পী- সনৎ সিংহ
Leave a Reply