ভারতবর্ষ : সূর্যের এক নাম
. আমরা রয়েছি সেই সূর্যের দেশে
লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম
. গঙ্গা যমুনা ভাগিরথী যেথা মেশে ||
ভারতবর্ষ : মানবতার এক নাম
. মানুষের লাগি মানুষের ভালবাসা
প্রেমের জোয়ারে এ-ভারত ভাসমান
. যুগে যুগে তাই বিশ্বের যাওয়া-আসা
সব তীর্থের আঁকা-বাঁকা পথ ঘুরে
. প্রেমের তীর্থ ভারততীর্থে মেশে ||
ভারতবর্ষ : সাম্যের এক নাম
. অস্পৃশ্যতা হিংসা ও দ্বেষ ভুলে
কন্ঠে সবার একতার জয়গান
. ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে
দেবতা এ-দেশে মানুষ হয়েছি জানি
. মানুষকে দেখি গণ দেবতার বেশে ||
*************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – ওয়াই এস্ মুলকি
শিল্পী- ক্যালকাটা ইয়ুথ কয়্যার
Leave a Reply