এক এক্কে এক
দুই এক্কে দুই
পড়শীরা সব দেখে বলে ‘বুড়ি’ না কি মুই
তিন পেরিয়ে চারের কোটা হয়তো বা ছুঁই-ছুঁই
তবু খোকার বাপের কাছে ‘সদ্য ফোটা যুঁই
. আমি সদ্য ফোটা যুঁই ||
দুই দুগুণে চার
যোগ গুণ ভাগ বিয়োগ করো
. বাড়বে না সে আর
থম্ কে আছে তেনার চোখে
. বয়সটা আমার
যেন, লক্ লকিয়ে লতিয়ে ওঠা
. বর্ষাকালের পুঁই ||
আট দুগুণে ষোল
ঘরের কথা পরের কাছে
. বলব কত বলো ?
দু’দিন বাপের বাড়ি গেলে
. চক্ষু ছলো ছলো
‘ডিস্ কো’ নাচের তালে ঘরের
. ভাঙ্ বে সব কিছুই ||
. *************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – অংশুমান রায়
শিল্পী- স্বপ্না চক্রবর্তী
Leave a Reply