সইরে
চোখ দুটো তোর চৌকাঠে রাখ চৌকিদারীতে
বন্ধ করে রাখনা কপাট সময় থাকিতে
. নয়তো পড়বি ফাঁকিতে ||
. সোনার চেয়ে দামী রতন
. মন যে তারে বলে
. অরূপ রতন নিতে যে চোর
. আসে নানান্ ছলে
. ওতোর, মনের পান্না চুরি যাবে
. দিনে ডাকাতিতে ||
মনের ঘরের দরজাতে এবার দেরে চাবি
ভালবাসার মন হারালে
. কোথায় তারে পাবি ?
ফুলের মধু নিতে যেমন
. আসেরে মৌমাছি
মনের মধু নেবে যে-জন
. সে তোর কাছাকাছি
ওতোর, নালিশ করা মিছে হবে
. ভবের আদালতে ||
*************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – শৈলেশ রায়
শিল্পী- মান্না দে
ছায়াছবি – পরিচয়
Leave a Reply