ও ননদী
বল্ দেখি তুই
এক্ লা থাকি কি করে
তোর দাদা যে কেমন মানুষ
বে-আক্কেলে দেলম বেহুঁশ
সেই যে গেল, ‘আসছি’ বলে
আর কি ফেরার নাম করে ?
মন আমার ঘর-বার ঘর-বার করে ||
হায়, বলতে আমার পরান ফাটে
. রেতের বেলায় একলা কাটে
ছার-পোকাতে কাটে আমার
. বুঝবে কি তা’ অপরে
মন আমার ছট্ ফট্ ছট্ ফট্ করে ||
এই জনমের শত্রু আমার
. জ্বালায় পোড়ায় হাড় জেরবার
যদি দেখার হ’ত দেখিয়ে দিতাম
. আগুন জ্বলে অন্তরে
মন আমার ধুক্ পুক্ ধুক্ পুক্ করে ||
*************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – অংশুমান রায়
শিল্পী- স্বপ্না চক্রবর্তী
Leave a Reply