আমার বেটার বিয়া দিব
. সময় হয়েছে
কলিকাতায় পুলিশেতে
. কাম মিলেছে
. বাজারে মাদলে বোল
. ধিতাং ধিতাং ধিন্ তা ধিতাং ধিতাং ||
বেটার আমার চাক্ রী ভাল
. হুকুম করে জারি
হাত দেখালে দাঁড়াই যাবে
. লাট-বেলাটের গাড়ি
পায়ে জুতো মাথায় টুপি
. বেটা সাহেব সেজেছে ||
দাবী কিছু করব না হে, ঝুটা বলছি নাই
মেয়ের জন্য কেবল একটা বেনারসী চাই
মেয়ের বাপ শুনি রাখো চিন্তা তোমার নাই
কেবল, রেতে ডিউটি পড়লে মেয়ে একা থাকবে ভাই
চাকরী বেটার পাকা বড় সুখে রয়েছে ||
*************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী- অংশুমান রায়
Leave a Reply