দয়ার সাগর বিদ্যাসাগর
লোকে তোমায় বলে,
তাই তোমাকে চুপি চুপি মনের কথা কই
একটু সহজ করে কেন লিখলে না গো বই ?
সহজ করে লিখলে কিছু হত কি-গো ভুল
কঠিন কঠিন বানান ভরা ‘বর্ণপরিচয়ে’
পড়ার সময় দেখি শুধু চোখে সর্ষে ফুল
‘য’ ফলারা জড়িয়ে ধরে লাগে শুধু ভয়
ঠাকুরমায়ের আঁচলে তাই মুখ লুকিয়ে রই ||
‘জাড্য’ বানান করতো দেখি,—- বড়দা এসে বলে,
বিজীগীষা বানানে ভুল কানটা যে দেয় মলে’
সকাল-বিকাল শাসন করে দেখো না-কি তাও
‘ফটো’র থেকে নেমে এস, দেখতে যদি চাও |
রাখাল বড় দুষ্টু ছেলে পালায় যে ইসকুল
ইচ্ছে করে পড়াশোনায় কেবলি দেয় ফাঁকি
সন্ধ্যেবেলায় তাইতে দু’চোখ ঘুমে ঢুল্ ঢুল্
দয়ার সাগর এসব খবর তুমি রাখো না কি
সুবোধ হতে চাই না আমি রাখাল যেন হই ||
*************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
শিল্পী- সনৎ সিংহ
Leave a Reply