ঢেউ তুলে তুলে হয় সাগর নদী,
ফুল গেঁথে গেঁথে হয় মালা
অনুরাগ তাকে বলে ক্ষণে ক্ষণে কেউ
আনমনা করে দেয় যদি॥
মন ছুঁয়ে ছুঁয়ে যায় আশা
কত স্বপ্ন করে যাওয়া আসা
নূতন খুশীর পালা
জীবন সাজায় ডালা
মিলন প্রদীপ জ্বালা
হৃদয়ে সুরভি ঢালা
নিরালা বাসর গড়ে যদি॥
সেই সুরে সুরে বলা কথা
হয়ে যায় গো যদি রূপকথা
চকিতে বাঁশির তানে
লজ্জা রাঙিয়া আনে
গোপনে আকূল প্রাণে
দূরকে কাছেতে টানে
প্রথম ফাগুন হাসে যদি ||
*************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – অজয় দাস
শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায়
Leave a Reply