ও কুহু কুহু কুহু ডাকে কোয়েলিয়া,
দুরু দুরু দুরু দুরু কাপে হিয়া
আগুন আগুন আগুন ফাগুন আসেরে
ভ্রমর হাসে কি উচ্ছ্বাসে কি উচ্ছ্বাসে রে
গোলাপ গোলাপ বনে উঠে ফুল ফুটিয়া॥
সবুজ সবুজ পাতায় পাতায়
লজ্জাবতী লতায়
চুপি চুপি রঙ মেশানো বনের টিয়া
আকাশটাকে লাল করেছে কৃষ্ণ চূড়া
রত্নাবলি রাত হয়েছে অপ্সরা॥
লাজুক লাজুক কুমারী ফুল
সরম রাঙা বকুল পারুল
ভীরু ভীরু চোখে তাকায় পিউ পাপিয়া ||
*************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – ভূপেন হাজারিকা
শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায়
Leave a Reply