তুমি এসো ফিরে এসো, যদি আসে ছেলেবেলা
দুজনাতে হবে জেনো ঘর বাঁধা বাঁধা খেলা ||
জল টল টল ঢেউ চঞ্চল সেই নদী, সেই কৈশোর ছুঁয়ে উচ্ছল হয় যদি
তবে তখনই দেব ভাসিয়ে পাতাবাহারের সেই ভেলা ||
পৌষ পরবের চোত গাজনের সেই দেশে
চলো একবার এই আমরা যাই ভেসে ||
চলো চম্পার সেই মালাটি হোক স্বপ্নে গেঁথে ফেলা ||
———–
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার পুলক বন্দোপাধ্যায়সুর –
রবীন চট্টোপাধ্যায় কানু ঘোষ
শিল্পী- তালাত মাহমুদ
Safia Rahman Swati
গানটি লিখেছেন পুলক বন্দোপাধ্যায় আর সুরকার কানু ঘোষ। দয়া করে সঠিক তথ্য উপস্থাপন করুন।
Safia Rahman Swati
এই গানটি লিখেছেন পুলক বন্দোপাধ্যায় এবং সুরকার কানু ঘোষ। দয়া করে সঠিক তথ্য উপস্থাপন করুন।
তালাত মাহমুদের গাওয়া “আলোতে ছায়াতে দিনগুলি ভরে রয়” গানটির রচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।
ভালো থাকুন