এ যদি আকাশ হয়, তোমায় কি বলে আমি ডাকবো বলো |
ভুলে যাওয়া নাম ধরে ডাক দিলে কেন, ব্যথা হয়ে চিরদিন রয়ে গেলে কেন
কূলে এসে বার বার কানায় ভেঙে যাওয়া এই কি সাগর
এই যদি সাগর হয়, তোমায় কি বলে আমি ডাকবো বলো ||
পরশের বাঁশরী যে কেন বাজালে, আগুন দিয়ে যে মন কেন সাজালে
চলে যেতে যেতে পিছুটানে ফিরে চাওয়া এই কি মরণ
এ যদি মরণ হয়, তোমায় কি বলে আমি ডাকবো বলো ||
————–
কথা- মুকুল দত্ত
সুর – হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী- তালাত মাহমুদ
হৃৎকমল
অশিক্ষিত মদনের দল একটা গানের গীতিকার সুরকার দুটো নামই ভুল লিখেছে। এসব অর্ধশিক্ষিত্র পাঁঠাদের গানের জগত থেকে তফাৎ রাখাই শ্রেয়।
এই গানের গীতিকার মুকুল দত্ত, সুরআক্র হেমন্ত মুখোপাধ্যায়।
মৃত্যুঞ্জয়
আপনি নিজে অশিক্ষিতের মতো বানান গুলি লিখেছেন।