আলোতে ছায়াতে দিনগুলি ভরে যায় তারি মাঝে
ভাবি কাছে এলে বুঝি তুমি কি আমার নয় | আলোতে—
তোমার নয়নে তাই স্বপন দুয়ার চাই
আমারই মালার ফুলের বাসে রাখি তার পরিচয় |
তবু আমি কি তোমার নয় বল তুমি কি আমার নয় | আলোতে—
মালতীর মিতা মধুকোষে কথা জাগে কাকলি কূজন কি সুরের দোল রেখে
রেখে যায় ওগো তোমার আমার মনে | আমি কি তোমার নই
এত কাছে রই তবু পিয়াসী যে হেরিয়া তাঁদিয়া শুধায়
বলো ওগো মনোময় তবু আমি কি তোমার নয়—
————–
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার
সুর – রবীন চট্টোপাধ্যায়
শিল্পী- তালাত মাহমুদ
Leave a Reply