আকাশ আর এই মাটি ওই দূরে যেথায় মেশে,
চলো সেথা যাই ওগো কোনো বাধা নাই
সেথা কেটে যাবে দিন শুধু হেসে ||
সেথা পাখি ভ্রমরের গীতালি শুধু প্রাণে প্রাণে রচে মিতালি
সেথা নীল নীল তারা ঝিলমিল
মন যায় গো সেথায় ভেসে ||
কুহু আর কূজনে সেথা ওগো দুজনে আলাপন হবে,
আঁখির পলকে স্বপন ঝলকে জানি গো তুমি কাছে রবে |
সেথা ঘুম ঘুম রাত নিঃঝুম
মন ভরে গো কি আবেশে ||
——————
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার
সুর – শ্যামল মিত্র
শিল্পী- আলপনা বন্দ্যোপাধ্যায়
Leave a Reply