পৌষের কাছাকছি রোদ মাখা সেই দিন
ফিরে আর আসবে কি কখনো
খুশী আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনো
অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এনে
দেখা আর না দেখার কাছাকছি কোন রঙ
চোখে আর ভাসবে কি কখনো
কাব্য কি কথা সে ভাববো কি বিলাসে
মায়া জাল খুলবো কি তখনো
দু একটি পাখিদের সে কাকলী শুনবো কি তখনো
সে বাতাস বাঁশী কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝা আর না বোঝার কাছাকছি কোন গান
ভালো আর বাসবে কি কখনো
————————-
মান্না দে
Leave a Reply