শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর
তাও যদি পাই আমি তাই চাই
চাইনা বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর
যদি ও চোখে রশ্মি জ্বালো শুধু একবার (শুধু একবার)
আমি তাতেই পোড়াতে রাজি যা কিছু আমার
আমি চাইনা দেখতে ওই প্রাণহীন চোখের পাথর
ভাগ্যের দরবারে দু\’হাত পেতে
আমি চাইনা পুণ্য ফলে স্বর্গে যেতে
ওই স্বর্গকে ধরে ফেলি হাতের মুঠোয়
যদি একবার হাত খানি রাখো এ হাতে
যদি উপহার দিয়ে ফেল একটাও ফুল (একটাও ফুল)
যদি একবার করো কোন সামাজিক ভুল
সেই ভুলেই ভাবতে রাজি
এই ঘর সুখের বাসর
————————-
মান্না দে
Leave a Reply