সোনালী রং মেখে পাখীরা যায় নীড়ে
তাই দেখে বলে মন এসো তুমি ফিরে
তোমার আসার খবর নিয়ে সন্ধ্যাতারা জাগে
বাতাসেরি দিলরুবাতে খুশীর সুর লাগে
ঘুমিয়ে থাকা স্মৃতি জাগে বুকে ধীরে ধীরে
দিনের শেষে ক্লান্ত হয়ে যায় ঝরে ফুলগুলো
কখন আমায় যায় ছুঁয়ে যায় সেদিনেরি ভুলগুলো
মেঘের ফাঁকে চুপি-চুপি আলোর খেলা চলে
আশারই দীপ বুকে তখন হঠাৎ ওঠে জ্বলে
চেনা সুরের ছোঁয়া লাগে আমার গানের নীড়ে
————————-
মান্না দে
Leave a Reply