বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না
আমার বুকটা ভরে তৃষ্ণা দিলি
সেই পিয়াসা মিটায়
এমন মানুষ দিলি না
আমার গেহ ভরা সুখ দিয়েছিস স্নেহ ভরা মন
স্বভাবটাকে মিছে মিছে করলি উচাটন
এই বেহায়া মনকে বাঁধে
এমন একটা মধুমতি মনকে দিলিনা
আমি বিঁষের জ্বালায় জ্বলে পুড়ি কিসের অপরাধ
পুরলো না মোর এই জীবনের একটুখানি সাধ
দু\’চোখ ভরা জল দিয়েছিস
আষাঢ় শ্রাবণ মাসে কোনো সঙ্গি দিলিনা
——————-
গীতিকার/সুরকার – আবু জাফর
কণ্ঠ – ফরিদা পারভীন
Leave a Reply