ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি
যেখানে লিখা ছিল তোমার কথা
পারিনি ছিঁড়তে আমি মনের খাতা
যেখানে জমে আছে হাজার ব্যথা
ভুল করে ভুলে যাওয়া হয় না আমার
পুরনো স্মৃতিরা ভাসে চোখে বারেবার
জানি পাব না আর ফিরে
তবুও থাকবো পথ চেয়ে
দিন যায় রাত যায় এই আমি একা
তুমি ছাড়া পৃথিবীতে সবই যেন ফাঁকা
বেঁচে আছি এই আশায়
কখনও যদি ফিরে পাই
—————-
শিল্পী – তপন চৌধুরী
গীতিকার – মিলন খান
সুরকার – আইয়ুব বাচ্চু
Shubho
অমর গান
তৌফিকুল আলম
এই গানের গীতিকার তো মিলন খান।
বাংলা লাইব্রেরি
ধন্যবাদ, ঠিক করে দেয়া হয়েছে।