তুমি অন্তর বাহিরে আছো
জুড়ে আছো জীবনে
তাই ভাবতে পারি না কিছুই
তোমার বিহনে
ঘুম আসলে স্বপ্ন আসে
তুমি আসো পায়ে পায়ে ভালোবেসে
রাত কেটে যায় স্বপ্ন মায়ায়
তুমি থাকো ছবি হয়ে চোখেরই কোনে
এই জীবনে পেয়ে তোমাকে
মনে হলো সবই চেনা পাওয়ারই আগে
নেই কোনো ভয় কিছুই এখন
যদি থাকো পাশে পাশে বাকী জীবনে
————
তপন চৌধুরী
Saiful Islam
অলি