আমার মনের ফুলদানীতে
রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে
ফুলেরও মতন
তুমি যেন ভুল বুঝনা
আমায় উদাস দেখে
মনের মাঝে মন দিলে হায়
অনেক বাঁধাই আসে
মনেরও সেই ফুলদানীতে
ফোটে যদি ফুল
বেলি-গোপাল-গন্ধরাজ
আর সুবাসী বকুল
কত মধুর স্বপ্ন দেখি
আমি তোমায় নিয়ে
যাও না আমার স্বপ্নগুলো
সত্যি করে দিয়ে
তোমার মাঝে আমি যেনো
ডুবেছি এমন
ডুবে যায় সাগরেতে
তরণী যেমন
—————————
শিল্পী: শেখ ইশতিয়াক
অ্যালবাম: নীলাঞ্জনা
http://www.youtube.com/watch?v=kpWu39al0Vk
Abdur Razzak Bhuiyan
one fo best singer our bangladesh but hi is no moor.
god blase him.and thinks to him becose of a great song.
Nazir Hossain
Nice song.thanks
Mannan Alim
Very nice song
Samiul Alam
আমার প্রিয় একটা গান.