আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু\’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।
চেয়ে থাকব শুধু চোখে চোখে
থাকবে না কোন কথা কারো মুখে
চোখের জলে ফেলব মুছে
স্বপ্ন যত দেখেছি।
সব প্রেম বাঁধে না তো সুখের ঘর
সব ভালবাসা জানি হয় না অমর
তবুও কিছু মন সারাটি জীবন
রয়ে যায় কাছাকাছি।
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু\’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।
তোমাকে দেবার মত আর কিছু্ই নেই আমার। শুধু জেন, আমি হারিয়ে গেলেও যেন হারিয়ে যায়নি যেতে পারি নি। আমার শেষ বিশ্বাস সেই প্রথম ভালবাসার মত তোমাতেই রেখেছি, তোমারই অজান্তে।
শিল্পী: মুরাদ
sadiq
thankssssssss
আমার আমি
অনেক ধন্যবাদ গানের কথা গুলো শেয়ার করার জন্য , শিল্পী হচ্ছেন মুরাদ – উনি খুব ভাল কীবোর্ড বাজান যতটুকু দেখেছি চ্যানেলে । কথা গুলোর রচয়িতা কি শিল্পী নিজেই ?
Md. Ragebul Reza
এই গানের গীতিকার মো. মোশাররফ হোসেন, সুরকার আলি আকবর রুপু।
Muhtasim Hossain
Bhai Ekta request chilo ,Mosharrof Hossain er lekha “Ami tomay bhule giyechi” by Singer Agun ei ganta kothay pabo onek khujechi kintu kothao pain?