ফাগুন আসলে সবার আগে জানে গাছের পাতা
ভালোবাসলে হৃদয় সবার আগে জানে সে কথা
আমার হৃদয় বলে প্রেম এসেছে
আমাকে কেউ বুঝি ভালোবেসেছে
খুশি খুশি কেনো এত লাগে
হাজার বছর বাঁচতে সাধ কেন জাগে
সেকি প্রেম নয়
তবে রঙের ফাগুনে কেন চোখ ঢেকেছে
চুপি চুপি প্রেম বুঝি এলো
এতোদিন যে প্রেম কুয়াশায় শুধু ঢেকেছিল
সেই প্রেম হায়
সেকি মনের আঙিনাতে আজ হেসেছে
—————
মনি কিশোর
Leave a Reply