পাথর কালো রাত
তারার বাগান শূন্য
পৃথিবীটা ঘুমালেও
জেগে থাকে যদি কেউ
সে আমি তোমারি জন্য
তোমার চোখের নীল সীমানার
ঐ অথৈ জলের মাঝে
ক্ষতি কি গো আমায় যদি তাতে
ভাসতে দিয়ে সুখ লাগে
আমি তোমার তরে
সুখের বসত গড়তে পারি
সে হোক না দূর অরণ্য
বন্ধু তুমি নীলাঞ্জনা
পাশে পাশে থেকো
ঘুম পাড়ানি বাঁশীর সুরে
ঘুম পাড়িয়ে রেখো
জোসনা চাঁদের মতো তোমায় পেলে
জীবন হবে ধন্য
সে আমার সুখের স্বপ্ন
—————
তপন চৌধুরী
Leave a Reply