চাঁদ তারা নদী ফুল আকাশ বলো
উপমা দিতে কিছুই চাইনা
কার সাথে দেবো তোমার তুলনা
আমার কাছে তুমি অনন্যা
তুমি হাসলে ভীড় করে বকুলের গন্ধ
তুমি কাঁদলেই ঝড়ে যেন অঝোরে মুক্তো
রঙধনু সাতরঙ তোমার চোখে
করে গেছে স্বপ্নের ঠিকানা
চোখে তাকালে হয়ে যায় এ মন মুগ্ধ
কথা বললেই খুঁজে পাই জীবনের ছন্দ
সব ব্যথা ভুলে যাই তোমায় পেলে
তুমি যেন সুখের মোহনা
—————-
তপন চৌধুরী
Leave a Reply