না যেও না,
না যেও না,
রজনী এখনও বাকী
আরও কিছু দিতে বাকী
বলে রাত জাগা পাখি।
না যেও না।
আমি যে তোমারি শুধু জীবনে মরণে
আমি যে তোমারি শুধু জীবনে মরণে
ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে।
যে কথা বলিতে বাজে,
যে ব্যথা মরমে কাঁদে
সে কথা বলিতে ওগো দাও
জীবন রজনী জানি এমনি পোহাবে
জীবন রজনী জানি এমনি পোহাবে।
চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে।
——————–
লতা মঙ্গেশকর
Leave a Reply