বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
অন্ধ খনির অন্তরে থাকে যে সোনা
সবাই জানে তারই কথা — বুঝবে না
যদি এমন হতো যত বেদনা নিজেরই মতন করে
যেতো গো শোনা লালে লাল ফুলে ফুলে ভরে যেত গো
দূর থেকেই দেখে তাকে যেত গো চেনা
বুঝবে না কেউ বুঝবে না মনের গভীরতা
আমি তোমার কোন দোষ দেব না, আমার মত জ্বলো
তাও চাইবো না বোঝা না বোঝার আলোছায়া খেলনায়
চেনা হয়ে চিরদিনই রবে অচেনা ভিজে চোখের পাতা
(কথা ও সুরঃ সলিল চৌধুরী, শিল্পীঃ লতা মঙ্গেশকর)
Leave a Reply