তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে
শোনায় তোমার কথা আমায় প্রায়ই
তাই শুনলাম তোমার কথা, গান শোনার ছলে
শুনলাম তোমাকে তাই
অনেক কথা কতো কথা কথো-কথার সুরে
ভরে গেলো ভেতরটা আমার
ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার
মন আমার… মন আমার… মন আমার…
মিথ্যে কথায় হারিয়ে যাওয়া ব্যর্থ এ বাজারে
অর্থ নিয়ে এলো তোমার গান
গানের ভাষা নতুন আশায় উঠলো নেচে তোমার কথায়
উঠলো নেচে অনেকের প্রাণ
সত্যি কথা সহজ করে বলার সাহস পেলাম ফিরে
কোথায় যেনো ভেতরে আমার
কথার নেশা ছড়িয়ে দেবার ইচ্ছেটা যে হলো আমার
ইচ্ছে হলো বাজাতে গীটার
মন আমার… মন আমার… মন আমার…
গানের কোনো প্রস্তুতি নেই, নেই যে শেকড়-বাকড়
পালকোশ কি পিলু ভৈরবী
গলায় আমার নেই যে কোনো রেওয়াজ করার স্বভাব
এই অভাব আমার থাকবে চিরদিন
আমার শুধু ছিলো আছে কাঠখোট্টা বাস্তবটা
দিবারাত্রি আপোষ আর আপোষ
রবীন্দ্র কি গণসংগীত কোনোটাই ঠিক দিচ্ছিলো না
বুকের ভেতর রেগে উঠার রোষ
গানটা আমার গাইবার এই ইচ্ছেটা যে ছিলো নাকো
কানটা ছিলো শুধু শোনার
অভ্যেসটা ছিলো কথার তালে কথার জবাব দেবার
কথা কেড়ে নেবার স্বভাব
তোমার কথার সূত্র ধরে পথ হারিয়ে নতুন করে
ইচ্ছে হলো কথাটা বলার
কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্ট করে
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার
মন আমার… মন আমার… মন আমার…
তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে
শোনায় তোমার কথা আমায় প্রায়ই
তাই শুনলাম তোমার কথা, গান শোনার ছলে
শুনলাম তোমাকে চাই
অনেক কথা কতো কথা কথো-কথার সুরে
ভরে গেলো ভেতরটা আমার
ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার
মন আমার… মন আমার… মন আমার…
—————–
সুমন চট্টোপাধ্যায়
subhendu banerjee
cud somebody give me the lyrics of “amaay ektu jaayega dayo mayer mondirey boshi” by Manna Dey
subhendu banerjee
can u sent to my email pls.
Kaushik chatterjee
ei gaan ta anjan dutta er na sumon er?….jotodur ami jani anjan er…can anybody clarify?
Raiyan
100% অঞ্জন দত্তের।
Venom
এটি সুমন চট্টোপাধ্যায় বা কবীর সুমন এর লেখা গাওয়া কোনটাই নয় . সংশোধন অনির্বার্য এবং তার আশাও রাখি .গানটি অঞ্জন দত্তের প্রথম প্রকাশিত
অ্যালবাম ” শুনতে কি চাও ” এর চার নম্বর গানটি |