জানি তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে।
একটু সহজ হতে ছিলনা দোষ
কি এমন দোষ হত করলে আপোষ
যদি দুজনে ভূলে যেতাম সব অভিমান
কি এমন ক্ষতি হত বল তাতে।
এইতো সেদিন তুমি হাতে নিয়ে ফুল
বলেছিলে কোনদিন বোঝনাতো ভূল
যদি দুজনে ফিরে পেতাম সেই মধুক্ষন
কি এমন ক্ষতি ছিল বল তাতে।
————
শিল্পীঃ সনু নিগম
Mzk Zahid Khan
Fantastic song.❤️❤️